নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি, প্রস্তুতির কথা জানালেন রিজভী

Spread the love

আগামীকাল শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। এ নিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা একটার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

মহাসমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি কাল সমাবেশ হবে। ঢাকা মহানগর নেতারা সমাবেশের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।’

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এরইমধ্যে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে আটকের দাবি করেন রুহুল কবির রিজভী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, যত বাধা দেবেন, গ্রেপ্তার করবেন, আরও বেশি নেতাকর্মী দলে দলে এই সমাবেশ অংশ নেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার যেকোনো জায়গা দখল করে কর্মসূচি করছে, আর বিএনপি কর্মসূচি পালন করতে গেলে তাদের নানা শর্ত দেওয়া হয়। আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।