
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা অপরাজিতা
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর বুধবার সন্ধ্যা সাতটার সংবাদ। শুরুটা করলেন দুই সংবাদ উপস্থাপক ইসরাত আমিন ও ফারাবি হাফিজ। যথারীতি তাঁদের সংবাদ উপস্থাপন শুরুর সাড়ে ১১ মিনিটের দিকে ফারাবি তৃতীয় সংবাদ উপস্থাপককে আহ্বান জানান।
এই উপস্থাপকের নাম ‘অপরাজিতা’। নেভিব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরা টানা কালো চোখ, বাঁকানো ভুরু, ঠোঁটে গাঢ় গোলাপী লিপস্টিক আর পরিপাটি করে আঁচড়ানো কালো চুল। দুই কানে ছোট দুটি দুল, গয়না বলতে এই। সব মিলিয়ে ছিমছাম, সুন্দর।
অপরাজিতা পর্দায় আসার আগে ফারাবি হাফিজ পরিচয় করিয়ে দেন নতুন সংবাদ উপস্থাপিকার সাথে। অপরাজিতা কোনো মানবী নন। সফটওয়্যারে তৈরি এক নারীর অবয়ব, যে বাংলায় খবর পড়তে পারে। চ্যানেল ২৪ যেভাবে পরিচয় করাল, ‘এআই প্রেজেন্টার’।
চ্যাটজিপিটি আসার পর থেকেই গোটা দুনিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিয়ে মাতামাতি। বাংলাদেশও পিছিয়ে নেই। এর আগে ৯ জুলাই ভারতের ওডিশা রাজ্যের ওটিভি নামের একটি টিভি চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক লিসাকে দিয়ে খবর পড়ল।