বাউফলে বলাৎকারের শিকার শিশু মৃত্যুর ঘটনায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার

Spread the love

মোঃ ইয়াকুব আলী রুবেল (বাউফল) পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাফেজ সেলিম গাজী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড়ডালিমা গ্রামের রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজি ১৭ পাড়ার ছাত্র ছিল। নিহত রাফির বাবা রেজাউল আকন জানান, আল রাফিকে মাদ্রাসার পরিচালক ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ ১বছর ধরে বলাৎকার করে আসছিলেন। গত তিন সপ্তাহ আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাদেরকে জানায়। এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরিক্ষা করে চিকিৎসকরা জানান, শিশু রাফির মলদ্বারে ক্যানসার হয়েছে যা ওর শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর রাফিকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার (২৫আগস্ট) রাত সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় নিহত শিক্ষার্থী রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *