লাকসামে আনসার ভিডিপি মহিলা সদস্যাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Spread the love

লাকসাম কুমিল্লা থেকে ফিরে আহমেদ সাব্বির রোমিও : বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিন মেয়াদী (পুরুষ ও মহিলা)গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয় কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। গত বৃহস্পতিবার দশদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার,উপজেলা নির্বাচন অফিসার, আভি-উন্নয়ন ব্যংকের ব্যাবস্থাপক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার অতিথি বক্তা হিসেবে বিভাগীয় ক্লাস প্রদান করেন এবং মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের একজন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ করেন । উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পরশী সাহা । প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়নকে লক্ষ্য রেখে আনসার ভিডিপির নারী সদস্যকে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আনসার ভিডিপি নারী সদস্যদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ যেমন সেলাই ও ফ্যাশন ডিজাইন , বেসিক কম্পিউটার , আভিঃ কারু পণ্যসহ বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন । এছাড়া পুরুষদের বেসিক কম্পিউটার, মোটর ড্রাইভিং ও মেকানিক্স, ফ্রিজ এয়ার কন্ডিশন রিপেয়ারিংসহ বিভিন্ন ধরনের পেশাভিত্তিক,কারিগরি প্রশিক্ষণও প্রদান করে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় । এছাড়াও দেশের যেকোনো দূর্যোগে আনসার ভিডিপি সদস্যরা নিরলসভাবে সামাজিক ও আইনশৃঙ্খলার দায়িত্বপালন সহ ক্লাব- সমিতির মাধ্যমে সদস্য-সদস্যারা বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড পরিচালনা করে থাকে । জাতির উন্নয়নের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী সদস্যরাও ভয়, কুসংস্কার এবং সমাজের নিন্দা ধারণাকে উপেক্ষা করে এগিয়ে এসেছে। জাতির উন্নয়নের জন্য পুরুষদের পাশাপাশি আনসার ভিডিপি’র নারী নেতৃত্ব অবশ্যই প্রয়োজন। যদি আমাদের আনসার ভিডিপি’র নারীরা রক্ষণশীল বা গোড়া সমাজ থেকে বেরিয়ে আসে তবেই নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে । বক্তব্য শেষে লাকসাম-মনোহরগঞ্জের মাননীয় এমপি এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এর পক্ষে প্রধান অতিথি দুই জন মহিলা সদস্যা কে দুইটি সেলাই মেশিন প্রদান করেন এবং প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ ভাতা, প্রত্যেককেই আভি-উন্নয়ন ব্যাংকের দুইশত টাকার শেয়ার বিতরণ করেন । পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা আনসার ভিডিপি অফিসার অজিত কুমার দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন । সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক জনাব আল-আমিন, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং ৬৪ জন সদস্য/সদস্যা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *