মোঃ ইয়াকুব আলী রুবেল (বাউফল) পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর দেওয়া ফুটবল পেয়ে খুশি শিশু শিক্ষার্থী রাফিন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফুটবল প্রদান করা হয়। জানা গেছে, মোঃ রাফিন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর দীর্ঘদিন ধরে নিজের একটি ফুটবল দিয়ে খেলার উৎসাহ জাগলে তার (রাফিন) বাবাকে একটি ফুটবল কিনে দিতে বলেন, খেলতে গিয়ে আহত হওয়ার আশঙ্কায় বাবা ফুটবল কিনে না দিলে রাফিন নিজ হাতে ইউএনও’র বরাবরে একটি ফুটবল পাওয়ার জন্য দরখাস্ত লেখেন। নিজ হাতে লেখা সেই দরখাস্ত নিয়ে ইউএনও’র কার্যালয়ে যায় শিশু রাফিন। দরখাস্ত পেয়ে ইউএনও আদর-আপ্যায়ন করে একটি ফুটবল তুলে দেন রাফিনের হাতে। অনুভূতি ব্যক্ত করে রাফিন বলেন, স্যার আমাকে অনেক আদর করেছে, আমাকে চা বিস্কুট খেতে দিয়েছে, পরে আমাকে একটি ফুটবল দিয়েছেন। এতে আমি ভীষণ খুশি। রাফিন বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের ফিরোজ মাস্টারের ছেলে।
