নিজস্ব প্রতিনিধি: বাউফল (পটুয়াখালী) পটুয়াখালীর বাউফলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিকালে বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিতে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালীউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি সহ সকল শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নুরুল হক মাষ্টার, সদস্য ইব্রাহীম খলিল, বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি.এম. মশিউর রহমান মিলন, জিল্লুর রহমান রুবেল ও নাদিয়া তামান্না সোহেলী প্রমুখ। এসময়ে বক্তরা দেশ ও জাতির কল্যাণে শিক্ষকদের অবদান তুলে ধরে বলেন, শিক্ষকরা হলেন দেশ গড়ার কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী গঠনে প্রাথমিকের শিক্ষকদের অবদান সব থেকে বেশি। অনুষ্ঠানে ঐবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক মোসা. মমতাজ বেগমকে এবছরের বিদ্যালয় সেরা শিক্ষক নির্বাচিত করা হয়। পরে তাকে সম্মাননা উপহার তুলে দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালীউল ইসলাম। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এ দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
