বাস স্টপেজের বিবরণ সম্বলিত ব্যানার স্থাপন করেছে রামপুরা ট্রাফিক জোন

Spread the love

যাত্রীদের বাস স্টপেজ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া ও গণপরিবহনে স্টাফদের হয়রানি দূর করতে বাস স্টপেজের বিবরণ সম্বলিত ব্যানার স্থাপন করেছে রামপুরা ট্রাফিক জোন।

ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য জানান।
যাত্রীদের বাস স্টপেজ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া ও গণপরিবহনে স্টাফদের হয়রানি দূর করতে বাস স্টপেজের বিবরণ সম্বলিত ব্যানার স্থাপন করেছে রামপুরা ট্রাফিক জোন।

ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য জানান।
সহকারী কমিশনার আরো বলেন, এই ব্যানার স্থাপনের ফলে সম্মানিত যাত্রীগণ যার যার গন্তব্যের গণপরিবহন সম্পর্কে জেনে ব্যবহার করতে পারবেন। সম্মানিত যাত্রীদের স্টপেজ সম্পর্কে ধারণা থাকালে গণপরিবহনের স্টাফরাও হয়রানি থেকে মুক্তি পাবেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাজের গতি ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, রামপুরার মেরাদিয়া, ফরাজি হাসপাতাল, আবুল হোটেল, রামপুরা কাঁচা বাজার, রামপুরা ব্রিজ এলাকায় এসব ব্যানার স্থাপন করা হয়েছে। ব্যানার স্থাপন করায় সম্মানিত যাত্রী ও উপস্থিত লোকজন ট্রাফিক পুলিশের এ কাজের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *