ইলন মাস্ক কে বন্ধ করে দিতে হল টুইটারের নতুন লোগোর লাইট

Spread the love

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেয়ার পর থেকে বিতর্কের যেন শেষ নেই। প্রতিটা পদে পদে তার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন সমস্যা। এবার লোগো পরিবর্তন নিয়ে পড়লেন চরম বিপাকে। হেড অফিসে লাগানো নতুন লোগোর আলো নিভিয়ে দিতে বাধ্য হলেন। সাতদিন ও হয়নি টুইটার এর রূপ পাল্টেছে ইলন মাস্ক। নাম ও বদলে দিয়েছে। সাথে বদলে দিয়েছে প্রতীক। নীল রঙের ছোট্ট পাখিটিকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় বসিয়ে দিয়েছে সাদা কালো এক্স।
গত ২৪ এপ্রিল এই বদলের সাথে সাথেই সান ফ্রান্সিসকোতে অবস্থিত টুইটারের হেড অফিসের ছাদে বসানো হয়েছিল নতুন প্রতীকের বিশাল আকৃতির আলোকিত সাইনবোর্ড। কিন্তু এক সপ্তাহের মধ্যেই আর জ্বালিয়ে রাখা গেলো না সেটার আলো। হেড অফিস টি যে এলাকা তে অবস্থিত, সেখানকার বাসিন্দারা ওই আলোর সাইনবোর্ড নিয়ে তুলেছে চরম আপত্তি। তারা প্রশাসনের কাছে অভিযোগ তুলেছে ওই সাইনবোর্ড এর কড়া আলো তাদের খুব বিরক্ত করছে। প্রতিদিনকার জীবনে ওই জ্বলজ্বলে আলোর জন্য খুবই সমস্যা হচ্ছে। এমন অভিযোগ নিয়ে টুইটারের হেড অফিসে মোট ২৪ টি লিখিত অভিযোগ জমা পরেছে। অনেকে আলোর পাশাপাশি ওই বিশাল আকারের সাইনবোর্ড ভেঙ্গে পরার আশঙ্কার কথাও জানিয়েছে। এর পরেই দেখা যায় ওই সাইনবোর্ড টিকে অকেজো করে নামিয়ে দেয়া হয়েছে। পরে টুইটার থেকে জানিয়ে দেয়া হয় তারা নিজেদের ইচ্ছাতেই এমনটা করেছে।