আদালতের নির্দেশনা পাওয়ার পরেই তারেককে দেশে ফেরানোর প্রস্তুতি নেয়া হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর বক্তব্য অনুযায়ী আদালতের নির্দেশনা পাওয়া গেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য প্রস্তুতি নেবে সরকার।
২ আগস্ট বিকেলে মন্ত্রণালয় থেকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানালেন, আদালতের রায়ের নির্দেশনা মেনেই সরকার সকল পদক্ষেপ গ্রহন করবে।
ব্রিফিং চলাকালীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমান কী হিসেবে অবস্থান করছেন, তা জানি না। যদিও এ বিষয়ে একাধিকবার যুক্তরাজ্য সরকারের সাথে কথা বলার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত তথ্য দেশটি শেয়ার করে না বলে বারবারই ঢাকাকে জানিয়েছে।